দীর্ঘদিন মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তবে এবার তৈরি হয়েছে তার ফেরার উপলক্ষ। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
এনসিএল টি-টোয়েন্টি খেলতে হলে যেই ফিটনেস পরীক্ষায় পাশ করতে হয়, সেটি বেশ দারুণভাবেই টপকে গেছেন তামিম।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) তামিমের ফিটনেসে ফলাফল সামনে এসেছে। যেখানে তামিমের স্কোর ১৯।
তামিম তার ফিটনেস পরীক্ষার ফলাফল পেয়েছেন। যেখানে ১৯ স্কোর তুলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সব ঠিক থাকলে এনসিএল দিয়ে আবারও বাইশ গজে নিয়মিত হবেন তিনি।
দিনকয়েক আগে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ভার্সনের দল ঘোষণা হয়েছে। চট্টগ্রাম বিভাগের নেতৃত্বাভার পড়েছে তামিম ইকবালের কাঁধে।
এখন পর্যন্ত সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো। আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।