• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কি হতে চলেছে?

স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র লুটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে জড়ো হয়েছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বাঁশ, লাঠি ও রড নিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, গতকাল হামলার তদন্ত এবং রাষ্ট্রীয়, সোহারাওয়ার্দী কলেজ কিংবা মাহাবুবুর রহমান মোল্লা কলেজ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানে কোনো উত্তর না পাওয়ায় এই কর্মসূচি নামে তারা। তাদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সমর্থন আছে বলেও জানান।

সোহরাওয়ার্দী কলেজের বিক্ষোভ মিছিলের মুখপাত্র লিখন ইসলাম জানান, গতকাল সংবাদ সম্মেলনে রাত ১০টার মধ্যে কলেজে হামলা, ভাঙচুর ও লুট হওয়া ঘটনার সুষ্ঠু সমাধানের রোডম্যাপ দেয়ার কথা জানান। কিন্তু কলেজ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস পাননি তারা। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল করবেন তারা।

তিনি আরও জানান, তাদের দাবি গতকাল হওয়া হামলার সঠিক তদন্ত করে অপরাধীদের নজিরবিহীন শাস্তি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হামলা কোনো শিক্ষার্থীরা করতে পারে না।

মোল্লা কলেজ সমস্যা সমাধানে কতটুকু এগিয়েছে সে বিষয়ে তিনি জানান, গতকাল সোহরাওয়ার্দী কলেজে হামলার ঘটনা এবং সংবাদ সম্মেলন নিয়ে ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় নানারকম উসকানিমূলক পোস্ট করেছে। তাতে তারা নিজেদের শিক্ষার্থী পোশাকে সন্ত্রাসী পরিচয় দিয়েছে।

এর আগে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের ভুল চিকিৎসায় মৃত্যুকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভ মিছিলে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের ছাত্রদলের হামলার অভিযোগে গতকাল রোববার ডিএমআরসি-সহ ১৯ টি কলেজ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category