• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

পরিবারের সবাইকে নিয়ে ঈদে বাড়ি যাওয়া হলো না কুলসুম বেগমের

স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরিবারের সদস্যরা জানান, ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।

রবিবার (৩০ মার্চ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গৌরীপুরের ভাঙনামারী এলাকার কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিপরীত দিকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। আহত অবস্থায় তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে আরও একজনের মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত দিলরুবার ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার বোন স্বামী মানিক মিয়াসহ ময়মনসিংহ শহরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আমার বোনের তিন মেয়ে। তাদের সঙ্গে আমার মা ছিল। ঈদ করার জন্য আজ সকালে বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে আমার মা, ছোট বোন এবং দুই ভাগ্নি মারা গেছে। বড় ভাগ্নি মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটবে এটি মেনে নিতে পারছি না। একই পরিবারের চার জনকে হারিয়ে আমার বোনের স্বামী মানিক পাগলের মতো হয়ে গেছে।’

এদিকে, সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category