• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

পর্যটকদের পদচারণায় মুখরিত সিলেটের পর্যটনকেন্দ্র গুলো

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। এখানে বেড়ানোর জায়গার যেন শেষ নেই। উঁচু-নিচু পাহাড়ে ঘেরা সিলেটে পাহাড়ের ঢেউ খেলানো চা-বাগান নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। চায়ের রাজ্য সিলেট। মহানগরের মধ্যে লাক্কাতুড়া, মালনিছড়া, তারাপুর ও দলদলি চা বাগান অবস্থিত। স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা সিলেটে বেড়াতে আসবেন চা বাগান ঘুরে যাবেন না, তা হতেই পারে না। শুধু কি তাই, জাফলং, লালাখাল, শাপলা বিল, রাতারগুল, সাদাপাথরে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

তাই এবারের ঈদেও ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে পর্যটকরা বিভিন্ন চা বাগানে ছুটে যাচ্ছেন ভ্রমণপ্রেমীরা। দু-চোখ ভরে দেখছেন দুটি পাতা একটি কুড়ির অপূর্ব দৃশ্য। ঈদের আমেজ আর আজ পহেলা বৈশাখ হওয়া সিলেটের চা বাগানগুলোতে উপচেপড়া ভিড়।

সরেজমিনে সিলেটের লাক্কাতুড়া ও মালনিছড়া, গিয়ে দেখা যায়- যেন চা পাতা যতটি- দর্শনার্থীও ততজন। কেউ কেউ প্রথমবারের দেখায় প্রেমে পড়েছেন চা বাগানের সৌন্দর্যে।

পরিবার নিয়ে ঘুরতে আসা বগুড়ার বাসিন্দা হেপি বেগম বলেন, আমি প্রথমবার সিলেটের চা বাগানে এসেছি। এর আগে আমি ছবিতে, ভিডিওতে দেখেছি- কিন্তু বিশ্বাস করতে পারিনি বাস্তবে চা বাগান এত এত সুন্দর। এখানে থেকে যেত ইচ্ছে করছে।

পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট পুলিশ প্রশাসন জানায় পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনোদন কেন্দ্রের ভেতরে না থাকলেও কেন্দ্রগুলোর বাইরে পুলিশের টহল সব সময় আছে। কারো কোনো সমস্যা হলে আমাদেরকে অবহিত করলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category