প্রাচীন বিদ্যাপীঠ পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্লাস পার্টি-২০২৪ ও সাবেক সহকারী শিক্ষক লাকী আক্তার সুমা এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রবাসী দাতা গোলাম রাব্বানী রুহেল কে সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন মুন্নার সঞ্চালনায় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদির আহমদের কোরআন তেলাওয়াতের ম্যাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম রাব্বানী রুহেল ও বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক লাকী আক্তার সুমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাত শামীম ও মরিয়ম বেগমসহ আরো অনেকেই।