• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

পৈত্রিক সম্পত্তি থেকে ভাই-ভাতিজাদের বঞ্চিত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বিয়ানীবাজারে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই-জাতিজা কর্তৃক হামলা-মামলায় হয়রানির শিকার হচ্ছেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরশহরের নয়াগ্রামের আফসার উদ্দিন লেছু মিয়া এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৬ ভাই ও ৩ বোনের সংসারে আফছার উদ্দিন লেছু মিয়া পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা পাননি। জমিজমার মালিকানা ও রেকর্ডিয় কাগজপত্রে ১২.৩৭ শতক জমি তার দখলে থাকার কথা থাকলেও মাত্র ৯.৮০ শতক জমি তিনি ভোগ করছেন। জমিজমার ন্যায্য হিস্যা নিয়ে ভাই-ভাতিজাদের সাথে তার বিরোধ শুরু হয়। এর জের ধরে প্রতিপক্ষ আব্দুল কাদির, আব্দুস সাত্তার, মুসাসহ তাদের সহযোগীরা থানা ও আদালতে একের পর এক মামলা দায়ের করছেন। এর আগে তিনি ও তার পরিবারের সদস্যদের উপর একাধিকবার হামলা চালায় প্রতিপক্ষ। এখনো বসতঘরে আগুন লাগিয় তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষ কর্তৃক আদালতে দায়েরকৃত মামলায় অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে। তারা মাকে দাদী পরিচয় দিয়ে আদালত ও আইনশৃংখলা বাহিনীকে বিভ্রান্ত করছে। মামলা-হামলা ও হয়রানির শিকার আফসার উদ্দিন লেছু মিয়া তার জমিজমার ন্যায্য হিস্যা ফেরত পাওয়ার পাশাপাশি ন্যায় বিচার পেতে আদালত ও আইনশৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category