• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

প্রেমের টানে ইউক্রেনের যুবক এখন ব্রাহ্মণবাড়িয়ায়

ডেস্ক রিপোর্ট / ১০০ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পরিচয় হয়েছিল ইউক্রেনের অ্যান্দ্রো প্রকিপের। এর পর দুই বছর প্রেম। অবশেষে ছয় হাজার কিলোমিটারের পথ পারি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসে বিয়ের পিঁড়িতে বসলেন এই যুগল। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।

এই দম্পতি জানান, অ্যান্দ্রো প্রকিপ বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নামের সঙ্গে যোগ করেছেন মোহাম্মদ। অন্যদিকে বৃষ্টি স্বামীর সঙ্গে নাম মিলিয়ে তার নাম রেখেছেন বৃষ্টি প্রকিপ।

বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রাম। এই গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস করেছেন। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেম শুরু।
বৃষ্টি বলেন, ‘প্রকিপকে পেয়ে আমি খুশি। প্রকিপ শুরু থেকেই বলেছিল বিয়ে করবে। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস শুরু করছি।’
প্রকিপ জানান, বৃষ্টিকে বিয়ে করতে পেরে সেও খুব খুশি। বাংলাদেশ তার ভালো লেগেছে।
স্থানীয় ইউপি মেম্বার ফরহাদ আলী বলেন, ‘তাদের বিয়ে হওয়ায় খুশি হয়েছেন পরিবারসহ গ্রামবাসী। এ দম্পতিকে দেখতে দূর-দুরান্ত থেকে অনেকে ছুটে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category