• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলো জামায়াত

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম বলেছেন, মানবসেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাটে-ঘাটে ছুটছে জামায়াত কর্মীরা। সবমিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায়।
রোববার বিকেলে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় এসব কথা বলেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।
মো. ফখরুল ইসলাম আরও বলেন, বন্যা বা খরায়, বিপদ, দুর্যোগ কিংবা দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।
জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাঁও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচাঘর। ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনঃনির্মাণের জন্য ৫২টি পরিবারের মধ্যে (জনপ্রতি এক বান্ডিল করে) ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমির আব্দুল হামিদ খান, নায়েবে আমির মো. জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত শিবিরের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category