• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

বিদ্যালয়ের পাশে পাবলিক টয়লেট, জনদুর্ভোগ চরমে

ডেস্ক রিপোর্ট / ৩১ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

বগুড়ার জিলা স্কুল গেটের পাশে স্থাপন করা হয়েছে পাবলিক টয়লেট। এতে পুরো এলাকাই হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। এ অবস্থায় পাবলিক টয়লেটটি অপসারণের দাবি জানিয়েছেন জনসাধারণ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

সরেজমিনে দেখা গেছে, টয়লেটের নোংরা পানি জমে আছে জিলা স্কুলের সামনে। তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এ ছাড়া বিদ্যালয়ের ফটকের সামনে রাতে বসে খাবারের অস্থায়ী দোকান। এতে প্রতিদিনই বিদ্যালয়ের গেটে জমা হয়ে থাকে ময়লা-আবর্জনার স্তূপ। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পড়তে হয় বিরূপ পরিস্থিতিতে।

জানা গেছে, বেশ কয়েক বছর আগে এই পাবলিক টয়লেটটি স্থাপন করে বেসরকারিভাবে এক ব্যক্তিকে লিজ দেয় পৌরসভা। এর পরই নষ্ট হয়ে গেছে জিলা স্কুলসহ আশপাশের পরিবেশ। এর পরিপ্রেক্ষিতে পাবলিক টয়লেটটি অপসারণের দাবিতে বছরের অক্টোবরে বগুড়া পৌরসভার মেয়র বরাবরে আবেদন করেছিল স্কুল কর্তৃপক্ষ। এর অনুলিপি দেওয়া হয়েছিল বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসকের কাছেও। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কেউ।

ছাত্রদের পক্ষ থেকে ফাইয়াজ রহমান রূপান্তর জানায়, বিদ্যালয়ের মূল ফটকের পাশে পাবলিক টয়লেট আর রাতের বেলা অস্থায়ী দোকান সরিয়ে পড়াশোনার সুন্দর পরিবেশের দাবি জানাচ্ছি। অভিভাবকরা জানান, বিদ্যালয় ফটকে এরকম পরিবেশ সত্যিই দুঃখজনক।

সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) আব্দুল মালেক রতন জানান, বিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই পাবলিক টয়লেটটি পরিবেশ দূষিত করছে। এতে ব্যাহত হচ্ছে স্কুলের স্বাভাবিক কার্যক্রম। অতিদ্রুত টয়লেটটি অপসারণ করা প্রয়োজন।

বগুড়া পৌর প্রশাসক (উপসচিব) মাসুম আলী বেগ জানান, ব্যাপারটা জানার পর তাৎক্ষণিকভাবে টয়লেটটি স্থানান্তরের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে প্রকৌশলীদের। এটি অন্য স্থানে সরিয়ে নেওয়া হবে।

বগুড়া জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হোসনা আফরোজা জানান, এটা আগেই আমার নজরে আসে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পৌর প্রশাসককে জানানো হয়েছে। পৌর প্রশাসক যথাযথ ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category