বিয়ানীবাজারের পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাতা সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন আহমেদ এর অর্থায়নে গত বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ সরকার।
পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোহাম্মদ আহসান কবীর, সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব, পারভেজ তালুকদার, হাজী নজরুল ইসলাম, আব্দুল করিম, আইনুল ইসলাম, সাহেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী সংবর্ধিত অতিথিদের পক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন জামাল উদ্দিন আহমেদ, গোলাম জিলানী টিপু, সাব্বির আহমদ, আবুল কাশেম, জয়নাল আহমদ, সাব্বির আহমদ এর পরিবারের সদস্যবৃন্দ।