• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সামিয়ান হাসান / ১৬৮ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মূল হোতা তাওহিদ হোসেন ইমন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তাওহিদ হোসেন ইমন সিলেট নগরীর এসএমপির শাহপরান থানার ধলইপাড়ার সুরমা গেইট এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, অপহৃত কিশোরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার থেকেই তৎপরতা চালাতে শুরু করে থানা পুলিশ। সর্বশেষ গত ৪ অক্টোবর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে এসআই আব্দুর রহিম একটি টিম নিয়ে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযোগ অপহরণকারী তাওহিদ হোসেন ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর অপহৃতা কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত অপহরণকারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category