• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

বিয়ানীবাজারে আসামি ধরতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে দুই পুলিশ কর্মকর্তা, সাবেক চেয়ারম্যানের ঘরে আশ্রয় নিয়ে প্রাণরক্ষা

ডেস্ক রিপোর্ট / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বিয়ানীবাজারে পল্লীতে আসামী ধরতে গিয়ে জামায়াত নেতার সাথে অসৌজন্যমূলক আচরনের জেরে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন পুলিশ উপ পরিদর্শক, পরে থানার ওসি আশরাফউজ্জামানের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

গত সোমবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলার নায়েবে আমির আবুল খয়েরের বাড়িতে ঘটনাটি ঘটে।

আবুল খয়ের মুড়িয়া ইউনিয়নের বিগত দিনের টানা দুইবারের চেয়ারম্যান। জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে ২৬টি মামলা দায়ের করা হয়।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, একটি নিয়মিত মামলার আসামী সাবেক এই জনপ্রতিনিধির বাড়িতে আত্মগোপনে আছে-এমন বিভ্রান্তিকর সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানার এস.আই সৌরভ অপর একজন কনস্টেবল সাথে নিয়ে অভিযান শুরু করেন। তখন আবুল খয়ের ও তার গাড়ি চালক বিনা অনুমতিতে অভিযানের প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে ওঠেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি এসময় সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল খয়েরের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এ সময় জড়ো হওয়া উৎসুক গ্রামবাসী প্রতিবাদমুখর হয়ে ওঠলে ওই পুলিশ কর্মকর্তাকে বাঁচাতে নিজ বসতঘরে নিয়ে বসিয়ে রাখেন আবুল খয়ের। খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা ঘটনার বিবরন শুনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সাবেক চেয়ারম্যান আবুল খয়েরের কাছে দু:খ প্রকাশ করেন।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল খয়ের জানান, সন্দেহভাজন আসামী খুজতে সাদা পোশাকে থাকা পুলিশ দলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ওই এসআই তার সঙ্গে রূঢ় আচরণ করেন। এতে স্থানীয়রা ক্ষেপে উঠলে একপর্যায়ে তিনি বিয়ানীবাজার থানার ওসিকে ফোন করেন বিষয়টি জানান, নিরাপত্তার স্বার্থে দুই পুলিশ সদস্যকে তার কক্ষে নিরাপদে রাখেন। তিনি বলেন, ওসি গিয়ে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চেয়ে সাব-ইন্সপেক্টর সৌরভ ও কনস্টেবলকে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন, আসামি ধরতে গিয়ে পুলিশ অফিসারের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিলো। পরে আমরা গিয়ে বিষয়টি সমাধান করে পুলিশ অফিসারকে নিয়ে আসি। পুলিশ অফিসারকে মারামারি বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, এরকম কোনো ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category