• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে সাড়ে ৩ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান

সামিয়ান হাসান / ৩১০ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিয়ানীবাজারের গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে সাড়ে ৩শ’ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিয়ানীবাজার চক্ষু হাসপাতালের সহযোগিতায় রবিবার বিকাল ৪টায় দু’দিন ব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন সকালে ২য় দিনের চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান।
কসবা গ্রামের গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুবকরা সমাজের মুল চালিকাশক্তি। এই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করলে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে। উন্নয়ন-সংস্কার, সমাজসেবা সবক্ষেত্রে যুবকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা নিয়ে গোলাবশাহ যুব সংঘ যেভাবে হাজির হচ্ছে তা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। আমাদের সোনার এই দেশে যুবকদের দক্ষভাবে তৈরী করে সম্পদে পরিণত করতে হবে।
এখানে গ্রামের ২ শতাধিক চক্ষু রোগী সেবা গ্রহণ করেন। এ সময় তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে শনিবার ১ম দিন খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্ট্রার ডা: আবু ইসহাক আজাদ। তিনি বলেন, যুব সমাজকে মানবিক কার্যক্রমে বেশী করে আত্মনিয়োগ করতে হবে। তাদের কাজের পরিধি বিস্তৃত করে দেয়ার সুযোগ তৈরী করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যুব সমাজকে পথ দেখিয়ে মানবিক রাষ্ট্র গঠনের দ্বার উন্মোচন করতে হবে।
এদিন খাসা গ্রামের প্রায় দেড় শতাধিক রোগীকে সেবা দেয়ার পাশাপাশি ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
গোলাবশাহ যুব সংঘের উদ্যোগে উভয়দিন অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছালেখ হোসেন। সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় উভয়দিনের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, বিয়ানীবাজার চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহিম ইসলাম, কসবা-খাসা গ্রাম কমিটির সদস্য ছরওয়ার আলম, ব্যবসায়ী আলকাছ উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা সাহাব উদ্দিন রানা, হাবীবুর রহমান ও হাসান শাহরিয়ার, গভর্ণিং বডির চেয়ারম্যান মিলাদ মো. জয়নুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য ছিদ্দিকুর রহমান, মারুফ আহমদ, এবাদুল হক খোকন, শাহজাহান সিদ্দিক, সহ-সভাপতি আরাফাত হোসেন ও সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ এহসানুল কাদির, মোর্শেদ আহমদ সুভাষ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি ও নাজির হোসেন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ ও মনসুর আহমদ, , সমাজসেবা সম্পাদক আব্দুল হালীম কামরুল, স্বাস্থ্য সম্পাদক রাহাত হোসেন ও শাহজাহান আহমদ, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আমজাদ বিন হাসান, শ্রম সম্পাদক জহির উদ্দিন ও খায়রুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ হাসান ও জুবের আহমদ , সহায়ক কমিটির সদস্য লিজন আহমদ বাবলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category