বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়ায় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে গ্রামের বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, মেওয়া গ্রামের সাদিকুর রহমান শাহিন ও আব্দুর রহিম শামীম একই গ্রামের আপন দুই ভাই হাসান আহমদ ও সোহেল আহমদ বুধনের উপর ছুরি দিয়ে হামলা চালায়। হাসান আহমদ ও হোসেল আহমদ পিটে ও হাতের বাহুতে ছুরি দিয়ে কোপ মেরে তারা চলে যায়। রক্তাক্ত অবস্থায় আহত হাসান ও সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। পরে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলাকারি শাহিন ও শামীমদের পরিবারের সাথে হাসান ও সোহেলের পরিবারের সাথে গত ২ থেকে ৩ বছর থেকে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি সামাজিকভাবে শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্তদের পরিবারের কারণে সামাজিকভাবে নিষ্পত্তি হয়নি। পুর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা মেওয়া ত্রিমূখী এলাকায় বায়তুস সালাম মসজিদের সামনে হাসান ও সোহেলকে পেয়ে হামলা চালিয়ে তাদের আহত করে।
এ ঘটনায় আহতদের ভাই হোসেন আহমদ রোববার রাতে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।