• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সামিয়ান হাসান / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে বুধবার বিকালে পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাই কাদির আহমদ এর কোদালের আঘাতে ছোট ভাই আদিল আহমদ খুন হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দুই ভাই এর মধ্যে প্রথমে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কাদির আহমদ কুড়াল দিয়ে ছোট ভাই আদিল আহমদ এর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা আদিল আহমকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট প্রেরণের পরামর্শ দেন। সিলেট যাওয়ার পথে তার মৃত্যু ঘটলে স্বজনরা মরদেহ পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিহত আদিল আহমদ ও ঘাতক কাদির আহমদ দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র।
পুরো ঘটনাটি গণমাধ্যম থেকে আঁড়ালে রাখতে নিহতের স্বজনরা তৎপর ছিলেন। এ ঘটনা নিয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে ছুটে যান। পুলিশ লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আদিল নিহত হওয়ার খবর পেয়ে ঘাতক বড় ভাই কাদির আত্মগোপনে রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category