সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের কৃতি সন্তান জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম এর পৃষ্ঠপোষকতায় ২০তম আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে শুক্র ও শনিবার পাতন-আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা, ইংরেজি, গণিত এবং প্রাথমিক বিজ্ঞান এই ৪টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিদিন সকাল ১০ টায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিন সকালে গণিত ও বিকেলে বাংলা এবং দ্বিতীয় দিন সকালে ইংরেজি ও বিকেলে বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ পরীক্ষায় উপজেলার ৬৩ টি বিদ্যালয়ের ২৭৩জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাচলাকালে কেন্দ্রে পরীক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করেন আব্দুল মুনিম মেধা বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী ছুফিয়ান আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, আব্দুল করিম, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক আলী হোসেন মুন্না, রমিজ উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক এমরান আহমদ, সদস্য রাহেল আহমদ, আরাফাত হোসেন, আহসানুল হক, রাশেদুল ইসলাম, মাজেদুল ইসলাম, সৌরভ ইসলাম প্রমুখ।
এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকবৃন্দ।