গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে অফিস যাত্রা কিংবা দরকারি কাজে ঘরের বাইরে যেতে সবাইকে ভিন্ন রকম একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে এবং নিজেকে শুকনো রাখতে কর্মব্যস্ত মানুষের কাছে কদর বেড়েছে ছাতা ও রেইনকোটের। এতে বাজারে পণ্য দুটির বিক্রি জমে উঠেছে। এ সুযোগে বিক্রেতারাও বাড়তি দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।
বিয়ানীবাজার পৌর শহরের দোকান গুলোতে ছাতা ও রেইনকোটের সন্ধান করছেন অনেকে। সাধ্যের মধ্যে ভালো মানের ছাতার খোঁজ করছিলেন সরকারি চাকরিজীবী সুহানা আক্তার সুমি। তিনি বলেন, গত কয়েক দিন সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় বৃষ্টির কবলে পড়তে হচ্ছে। গত বছর কেনা পুরনো ছাতাটি ভেঙে যাওয়ায় নতুন ছাতার খোঁজ করছি। নিজের ও ছেলের জন্য দুটি এবং পরিবারের জন্য আরেকটি মোট তিনটি ছাতা কিনতে দোকান ঘুরছি। কিন্তু দাম বেশি চাইছে। গত বছরের ২৫০-৩০০ টাকার ছাতা এবার চাইছে ৪৫০-৫০০ টাকা। মেয়ের জন্য একটি ভালো প্রিন্টের ছাতা খুঁজছি। সেগুলোর দাম চাইছে আরও বেশি। আসলে বিক্রেতারা বৃষ্টি-বাদল দেখে দাম একটু বেশিই বাড়িয়ে দিয়েছেন।
পৌর শহরের জয়তারা সুপার শপ এর বিক্রেতা মাসুক আহমদ অবশ্য দাবি করেন, কম দামি ও ভালো মানের ছাতা দুটোই রয়েছে। চাহিদা ও সাধ্য মিলিয়ে কিনছেন ক্রেতারা। তবে ছাতা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় গতবারের চেয়ে বাজার দর কিছুটা চড়া রয়েছে বলে জানান এ ব্যবসায়ী।
মাসুক আহমদ আরও বলেন, ছাতার কাঁটা ও ব্র্যান্ডের ওপর দাম নির্ভর করে। ৮ কাঁটার ছাতা ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আছে। শংকর, রহমান, অ্যাটলাসের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে দাম একটু বেশি পড়ছে। অপরদিকে ১০ কাঁটা থেকে শুরু বেশি কাঁটার ছাতার দাম ৫০০ টাকা থেকে শুরু। চায়না বা ছোট ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
পৌর শহরের দক্ষিণ বাজারের আরেকজন বিক্রেতা নজরুল ইসলাম বলেন, গত কয়েক দিনে বাজারে ছাতা ও রেইনকোটের চাহিদা দ্বিগুণেরও বেশি হয়েছে। ছাতার চাহিদা সবচেয়ে বেশি। দাম বেশি-কম বলে কিছু নেই, ছাতার ধরন অনেক। কাঁটার সংখ্যা ও মান, কাপড়ের ধরন, ছাপা, ডিজাইন ও ভাঁজ বিবেচনায় দাম বেশি-কম রয়েছে। সেই সঙ্গে দেশি ও বিদেশি ছাতা রয়েছে। ছোট থেকে বড় সব ধরনের ছাতা বিক্রি হচ্ছে। বর্তমানে ক্রেতাও পাচ্ছি ভালো।
জয়তারা থেকে রেইনকোট কিনেছেন ভুষিমাল ব্যাবসায়ী জয়নাল উদ্দিন। তিনি বলেন, বৃষ্টির কারণে সময়মতো দকানে যেতে পারি না। ভবিষ্যতে যাতে দেরি না হয় এবং সময় মতো দোকান খুলতে পারি সেজন্য বাধ্য হয়েই রেইনকোট কিনতে হয়েছে। কিন্তু গতবার যে রেইনকোট ৫০০-৬০০ টাকায় কিনতে পেরেছি, এবার তা হাজার টাকা চাইছে। ভালো মানেরগুলো দেড় হাজার, দুই হাজার টাকাও চাইছে।
ছাতা ও রেইনকোট ব্যবসায়ী আলী হোসেন বলেন, এবার একটু দাম বাড়তি। সাধারণ মানের রেইনকোটের সেট ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু ভালো ব্র্যান্ড ও দেশি-বিদেশি সব ধরনের রেইনকোটের দাম বাড়তি রয়েছে। সিঙ্গেল পার্ট দেড় হাজার টাকা পর্যন্ত এবং ডাবল পার্ট দুই হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। আর কমের মধ্যে বাচ্চাদের রেইনকোট পাওয়া যাচ্ছে।