• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন নেইমার

ডেস্ক রিপোর্ট / ৪৯ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দীর্ঘ দিন পর ব্রাজিল দলে ফিরলেও আবারও সেই চোট ছিটকে দিয়েছে তাকে। চোটের কারণে এবারও বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন না নেইমার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য তাকে দলে ডাকা হয়েছিল। দুর্ভাগ্য উঁরুর চোটে মাঠের বাইরে থাকতে হচ্ছে আবারও।

নেইমার চোটের কারণে প্রায় দেড় বছরের মতো বাইরে কাটিয়েছেন। সর্বশেষ ক্লাব বদলে সান্তোসে ফেরার পর উজ্জীবিত মনে হচ্ছিল তাকে। কিন্তু সর্বশেষ দুই সপ্তাহ ঊঁরুর চোটের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে খেলতে না পারার কথা এভাবেই জানিয়েছেন তিনি, ‘মনে হচ্ছিল প্রত্যাবর্তন খুব সন্নিকটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা জার্সিটি পরবার সুযোগ আমি পাচ্ছি না।’

মূলত ঝুঁকি এড়াতেই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। নেইমার সেই কথা যোগ করে আরও লিখেছেন, ‘সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদগ্রীব। আমাদের দীর্ঘ আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা একমত হয়েছি যে কোনও ঝুঁকি নিলে সেটা আসলে ভালো হবে না। পাশাপাশি চোট পুরোপুরি নির্মূল করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে। কোচ দরিভাল জুনিয়র ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে ডেকেছিলেন ঠিকই। দুর্ভাগ্য নেইমারকে বাইরে থাকতে হচ্ছে। ব্রাজিলের হয়ে যার সর্বশেষ ম্যাচ ছিল সেই ২০২৩ সালের অক্টোবর! তার জায়গায় খেলবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এন্দ্রিক।

বাছাইয়ে ২০ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। পাঁচদিন পর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category