বড়লেখা ডিবি পুলিশের সহযোগিতায় থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা মাসুম আহমদকে গ্রেপ্তার করেছে। রোববার মৌলভীবাজার জেলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার জফরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত বছরের ২৫ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে সোমবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, গ্রেফতারকৃত আসামি নজরুলকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।