• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান

ডেস্ক রিপোর্ট / ৯২ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগে অবস্থান নেন।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক জাবির হোসেন বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকেই আন্দোলন করছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবির মুখে গত বছরের মাঝামাঝি সময়ে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়।

সর্বশেষ ভাতা বাড়ানোর দাবিতে গত ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। এরপর আরও ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার নির্ধারণ করে ২৪ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ।

এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তারা ৫০ হাজার টাকা ভাতা নির্ধারণ করার দাবি জানান।

প্রজ্ঞাপন জারির পরপরই প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। বিবৃতিতে ৫ হাজার টাকা ভাতা বাড়ানো সরকারি সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে নিন্দা জানানো হয়। ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতার দাবিতে আরও কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসকরা বিএসএমএমইউয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। সেখানে প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান। পরে সংবাদ সম্মেলন করে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত সময় বেঁধে শাহবাগে অবস্থান ও মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হয়। একই সঙ্গে কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category