আসন্ন ভারত সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কুঁচকির চোটের কারণে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ভারত সিরিজের দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড জানায় বিসিবি।
ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।