পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রশিক্ষণের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অন্যতম শাখা বিয়ানীবাজার উপজেলার মাথিউরা মিনারাই কারীয়ানা মাদরাসায় পুরো রামাদান মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত কার্যক্রম এর সমাপ্তি ঘটে।
মাদরাসার প্রতিষ্ঠাতা, প্রধান কারী ও নাজিম উদীয়মান তরুণ আলেমে দ্বীন মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী ওলীউর রহমান মানিক।
তাওহীদুর রহমান এর তিলাওয়াত ও তাহসান আহমদ এর নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনরাই কমিউনিটির প্রবাসী ব্যক্তিত্ব হাজী এখলাছ উদ্দিন, সহ সভাপতি মোস্তাক আহমদ মিলু, হাজী ইসমাঈল আলী, সাবেক মেম্বার মোঃআব্দুল কালাম, শামীম আহমদ, ইমরান আহমদ, সেলিম উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমূখ। প্রতিষ্ঠানটিতে জমাতে সূরা থেকে খামিছ স্তর পর্যন্ত প্রায় আড়াই শতাধিক ছাত্র ছাত্রী দশজন কারী ও কারীয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে। কিরাআত, হামদ- নাত ও তাজবিদ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
২০০৪ সাল থেকে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি অত্র এলাকায় কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছে। দেশ বিদেশে অবস্থানরত পৃষ্ঠপোষক, দাতা, শুভাকাঙ্ক্ষী তথা এলাকার সর্বসাধারনের সার্বিক সহযোগিতায় এ পর্যন্ত এগিয়ে নিতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন প্রতিষ্ঠানটির কান্ডারী খাদিমে কুরআন মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী।