বিগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে শান্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার ও বৃটেনের টাওয়ার হ্যামলেটস এর সাবেক নির্বাহী ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ। তিনি বলেন, সরকার পতন আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ শহীদ হয়েছেন। বর্তমানে তাদের পরিবার অসহায় অবস্থার মধ্যে দিনযাপন করছে। বিএনপি সেসব শহীদ পরিবারের পাশে দাড়িয়েছে। তারেক রহমানের নির্দেশে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের পরিবারের খোঁজ নিচ্ছি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু একটি মহল ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র মামলা বাণিজ্য শুরু করেছে। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকসহ নীরিহ মানুষকে হয়রানি করছে। আ ম অহিদ আহমদ সোমবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন যতদ্রুত সম্ভব আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ চায় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সিলেট-৬ আসন থেকে তিনি মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মূল্যায়ন করে তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, জৈন্তাবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ফয়সল আলম, নয়ান্দিগন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ও এসবি নিউজ এর নির্বাহী সম্পাদক সামিয়ান হাসান, নতুন দিন পত্রিকা ও মুভি বাংলা টিভির প্রতিনিধি এম এ ওমর, শ্যামল সিলেট প্রতিনিধি আমিনুল হক দিলু, ডেইলি সান এর সিলেট প্রতিনিধি সৈয়দ মুনজের হোসেন বাবু, যায়যায়দিন প্রতিনিধি তাজবির আহমদ ছাইম, জৈন্তাবার্তা প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু, জনতার টিভির এহসান খোকন, শাহেদ আহমেদ, এস আর আই টিভির রিপোর্টার সাকের আহমদ, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন অরুণ বৈদ্য, এবি টিভির চিফ ক্যামেরা পার্সন আক্তার হোসেন, ম্যাপ টিভির রিপোর্টার আহমেদ শাওন, সাংবাদিক জয়নুল ইসলাম প্রমুখ।