• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট / ২৭ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৩০ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, উপজেলার গদার বাজার এলাকায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও বিএনপির নেতা হাজি মুজিবের সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকেপড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি আনিসুর রহমান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে মোট ১৪ জনকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদ উপলক্ষে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, গতকাল রোববার রাতে শহরে টমটম চালক, গ্রামবাসী ও সাবেক মেয়রের লোকজনের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তাতে অনেক লোকজন হতাহত হতে পারতো। পুলিশ যখন সংঘর্ষ থামাতে পারছিল না তখন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে তলব করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শহরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, বিএনপি নেতা ও শ্রীমঙ্গলের সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় বেশ কিছু টমটমসহ গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশ ৫৬ রাউন্ড শটগানের ফাঁকাগুলি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category