• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

রংপুরের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন সাকিব

ডেস্ক রিপোর্ট / ১৫০ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে একসময় অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি বন্ধ হয়ে যাওয়ার পর এবার নতুন একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উদ্যোগে গ্লোবাল সুপার লিগ নামে এই নতুন টুর্নামেন্টে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে, যেখানে থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

রংপুর রাইডার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান। যদিও সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে সাকিব দেশে আসতে পারছেন না, তবে দেশের বাইরে এই টুর্নামেন্ট হওয়ায় তার খেলতে কোনো বাধা থাকছে না।

আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) রংপুর রাইডার্স মাঠে নামবে। তাদের প্রথম প্রতিপক্ষ হবে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, যারা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

রংপুর এবং হ্যাম্পশায়ারের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ হবে ভিক্টোরিয়া। এরপর ৪ ডিসেম্বর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ৫ ডিসেম্বর লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

পাঁচ দলের মধ্য থেকে চার দল সেমিফাইনালে উঠবে, আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। শিরোপাজয়ী দল পাবে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category