রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করার ঘটনায় হাসপাতালের চিকিৎসক সাহেদাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আমরা আসামি চিকিৎসক সাহেদাকে গ্রেফতার করি।
ঘটনার পর ওসি বলেছিলেন, ভুক্তভোগী যখনই অভিযোগ দেবেন, তখনি আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেই অপরাধ হোক না কেন ছাড় দেবো না।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চোখে সমস্যার কারণে দেড় বছরের শিশু ইরতিজাকে মঙ্গলবার বিকালে পরিবারের সদস্যরা ধানমন্ডি আই হাসপাতালে নিয়ে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেশিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে।
অস্ত্রোপচার শেষে পরিবারের সদস্যরা দেখতে পান ইরতিজার বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
ভুক্তভোগী শিশুর চাচা বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে। তখন চিকিৎসক বলেন, ও মাই গড, সরি। তিনি শিশুটিকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।
শিশুটির মা জানান, চিকিৎসক এ কাজটা করে রোগীকে ছাড়পত্র না দিয়ে পালিয়ে গেছেন।