• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যাবধানে হারলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

১০০ রানে নেই এক উইকেট। এরপর ১০৫ হতে নেই আরও ৭ ব্যাটার। দারুণ শুরুর পর এমন ব্যাটিং ধসে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ৭৭ রানের হার দিয়েই হলো মেহেদী হাসান মিরাজদের। ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারের ৫ বল বাকি রেখেই ২৪৪ রানে গুঁটিয়ে যায় শ্রীলঙ্কা। রান তাড়ায় বাংলাদেশ থামে ১৬৭ রানে।

লক্ষ্যটা খুব বড় ছিল না মিরাজদের। প্রতিপক্ষকে আড়াইশর আগেই আটকে দিয়েছিলেন তারা। ব্যাটিংয়েও শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমে আসে ২৯ রান। ১৬ বলে ১৩ করে উইকেট উপহার দেন ইমন। তিনে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলকে দারুণভাবে টেনে নেন আরেক ওপেনার তানজিদ। দুজনের ব্যাটে বাংলাদেশের রানের চাকাও সচলভাবে এগোতে থাকে। বিপত্তি বাধে শান্তর ফেরাতে। আগে কয়েকবার তানজিদকে দ্রুত দুই রান নিতে তাগাদা দিয়েছিলেন শান্ত। কিন্তু যখনই তানজিদ দুই রানের জন্য ছুঁটলেন, ঠিক তখনই শান্ত ফিরলেন রানআউটের ফাঁদে পড়েই। দারুণ এক ব্রেক থ্রু পায় শ্রীলঙ্কা।

২৬ বলে ২৩ রান করে নাজমুল হোসেন ফিরে যাওয়ার পরই ধস নামে। ৬২ করা তানজিদও ফেরেন ড্রেসিংরুমে। এরপর তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমে সবাই শুধু এলেন আর ফিরে গেলেন। কেউই আর দলের চাহিদা মেটাতে পারলেন না। শেষ দিকে একপাশ আগলে ব্যবধান কমানোর লড়াই করে গেছেন জাকের আলী অনিক। এতে অবশ্য খুব বেশি দলের লাভ হয়নি। আগের ব্যাটারদের ব্যর্থতায় ম্লান হয়েছে সবই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category