• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

সকল ধর্ষণের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে-জামায়াত নেতা সেলিম উদ্দিন

সামিয়ান হাসান / ৩৬ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষিত হওয়া সকল নারি ও শিশু যাতে সুবিচার পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সেদিকে সজাগ দৃষ্টি রাখছে উল্লেখ করে সিলেট-৬ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সকল ধর্ষণকারীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে দেশে শান্তি ফিরে আসবে না। সাম্প্রতিক সময়ে দেশে অপরাধ প্রবণতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে যদি ইসলামিক শাসন ব্যবস্থা করা যায় তাহলে অপরাধ কমে যাবে, সমাজে শান্তি ফিরে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবে। দেশের প্রতিটি মানুষ যাতে নিরাপদে থাকেন সেটা নিশ্চিত করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দূর্নীতি লুটপাটের জন্য স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইস্যুকে আওয়ামী লীগ জিইয়ে রেখেছিল। এ দেশে ইসলামী শাসন বিগত ৫৩ বছরে কায়েম হয়নি।

তিনি বলেন যে সমাজে একজন শিশু ধর্ষণের শিকার হয়, সমাজ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি সে সামাজ বদলাতে হলে কোরআনের সমাজ বিনির্মানে কোন বিকল্প নেই।

বোরবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমীর মাও: জমির হোসাইন ও উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির ছিলেন জেলা জামায়াত নেতা গোলাপঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপসস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওঃ মোস্তফা উদ্দিন ও মো: আবুল খায়ের, পৌর জাময়াতের সেক্রেটারি মোহাম্মদ সাদুজ্জামান, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন ও মোহাম্মদ আব্দুল হামিদ, জামায়াত নেতা আশিকুর রহমান হেলাল, মুহিবুর রহমান পাভেলসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category