সিলেটের কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (১১ মে) দুপুরে তাকে মারধরের ঘটনাটি ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনকে দুপুরে চটি গ্রামে সংবর্ধনা দেয়ার কথা ছিল। সেখানে যাওয়ার উদ্দেশ্যে তিনি বের হয়েছিলেন। এ সময় এলাকার মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাকে মারধর করে।
পরে সেখান থেকে তাকে উপজেলা বিএনপি সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বসে বেশ কিছু সময় আলাপ হয়। এ সময় সেখানে এলাকার মানুষজনও উপস্থিত ছিলেন। পরে বিকেল তিনটার দিকে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।