সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মাইজগাঁও বাজার থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর মিফতারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।