• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সিলেটে ডাকাত আতংকে পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা দিচ্ছে যুবক বাহিনী

স্টাফ রিপোর্টার / ৩১ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। নিজেদের জানমালের নিরাপত্তার জন্য পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে লাঠি, টর্চলাইট, বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন যুবক বাহিনীর সদস্যরা। সম্প্রতি সিলেট শহর ও বিভিন্ন উপজেলায় ডাকাতির ঘটনা ঘটছে, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। ডাকাত আতঙ্কে পাহারা দিয়ে প্রতিরোধ গড়ে তুলছেন যুবকরা। ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহনে তল্লাশিও অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ডাকাতি-ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ার কারণে জেলার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিশ্বনাথের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। এসব এলাকায় রাতভর মসজিদে মাইকিং করে ডাকাতের সতর্কবার্তা প্রচার করা হয়েছে। এলাকাবাসী দলবেঁধে পাহারা দিচ্ছেন।

২৭ ফেব্রুয়ারি গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশের খবরে নির্ঘুম রাত কাটান জকিগঞ্জের মানুষ। বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ডাকাতের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ডাকাত প্রতিরোধে রাতভর টহল দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে রাতেই জকিগঞ্জে ছুটে যান পুলিশ সুপার মাহবুবুর রহমান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুরো উপজেলায় টহল জোরদার করা হয়। ডাকাতদল সক্রিয় রয়েছে। তাই সবাই সর্তক থাকতে হবে। রাতে কোথাও অপরিচিত মানুষের উপস্থিতি টের পেলে পুলিশকে অবহিত করতে জানানো হয়েছে।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানার মোঘলগাঁও ইউনিয়নে ছাগল ব্যবসায়ী সমর আলী (৬৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়, ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা লুট করতেই এই হত্যাকাণ্ড ঘটে। পরদিন পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

একই রাতে গোলাপগঞ্জ থানার একটি অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য আব্দুল্লাহ আহমদ ও মো. ফয়সাল হাসানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি ও দস্যুতার মামলা রয়েছে।

রাতে নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় ছিনতাইয়ের অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়। শরিফ আহমদ নামের ওই ব্যক্তি রিকাবিবাজারে এক নারীর মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। তার কাছ থেকে ছুরি ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এছাড়া বিশ্বনাথে একদল ডাকাত হানা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত টহল বাড়ানো হয় এবং এলাকাবাসী সতর্ক অবস্থানে থাকেন। এসব ঘটনা ছাড়াও সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে চুরির খবরও পাওয়া গেছে।

এদিকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। নিয়মিতসড়কে বসানো হচ্ছে চেকপোস্ট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল অব্যাহত থাকবে, যাতে সন্ত্রাসী কার্যক্রম দমন করা যায় এবং নাগরিকরা নিরাপদে থাকতে পারেন। তবে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category