আজ ১০ মহররম, পবিত্র আশুরা। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের দশম দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনটি পালন করছেন নফল রোজা, নামাজ, দোয়া, দান-খয়রাত এবং জিকির-আসকারের মাধ্যমে।
পবিত্র আশুরা মুসলমানদের কাছে একদিকে যেমন ত্যাগ ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত, অন্যদিকে তা বয়ে আনে শোক ও আত্মোপলব্ধির এক গভীর বার্তা। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে পরিবারের সদস্যসহ শহীদ হন।
ইসলামের শান্তি, ন্যায় ও মানবতার আদর্শ রক্ষায় হোসেন (রা.) এর এই আত্মত্যাগ আজও সমগ্র মুসলিম জাতিকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে চলতে প্রেরণা দেয়।
পবিত্র আশুরা উপলক্ষে সিলেটেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ, খানকা ও বাসাবাড়িতে দিনভর কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল, তওবা ও ইসালে সওয়াবের আয়োজন করা হয়েছে।