সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর এলাকা থেকে ২শ’ ৪৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (২ মে) আনুমানিক ভোর পৌনে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯ এর একটি অভিযানিক দল শুক্রবার (২ মে) আনুমানিক ভোর পৌনে ৫টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২শ’ ৪৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- কোম্পানীগঞ্জ থানার বতুমারা নোয়াগাঁও এলাকার মৃত ধনু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৫), একই থানার বরম সিদ্দিপুর এলাকার মো. আসাদুল হকের ছেলে মো. শাহীন আহমদ (২৭)। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পাচারে ব্যবহৃত গাড়িসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।