• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

২০৫ রান করেও রংপুরের কাছে হারলো সিলেট স্ট্রাইকার্স

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলছে রানের বন্যা। মিরপুর থেকে সিলেট-সব জায়গাতেই ব্যাটাররা চালাচ্ছেন তাণ্ডব। সেঞ্চুরি হয়ে গেছে মামুলি ব্যাপার। কোনো দল ২০০ রান করেও যেন স্বস্তিতে থাকতে পারছে না। সিলেট স্ট্রাইকার্স আজ ২০৫ রান করেও অ্যালেক্স হেলসের সেঞ্চুরির কাছে হার মানল।

সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচেই দেখা গেছে রানের বন্যা। ৩৯ ওভারে হয়েছে ৪১৫ রান। উইকেট পড়েছে ৬টি। হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর। বিপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৩১ ছক্কার রেকর্ড হয়েছে এই ম্যাচে।

২০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় রংপুরের। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আজিজুল হাকিম তামিমকে কট এন্ড বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম। বিপিএলে এবার টানা দুই ম্যাচে ডাক মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাইফ হাসান। তিনি আর হেলস শুরুতে রয়ে সয়ে গেলেও সময় যত গড়িয়েছে, আরও বেশি ভয়ংকর হয়েছেন। তাঁদের (হেলস-সাইফ) তাণ্ডবে চোখে সর্ষেফুল দেখতে থাকে সিলেট।

একটা পর্যায়ে মনে হচ্ছিল হেলস,সাইফ দুজনেই সেঞ্চুরির দেখা পাবেন। তবে সাইফের সেঞ্চুরি করা হয়নি। ৪৯ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮০ রান করেছেন তিনি। ১৮তম ওভারের পঞ্চম বলে সাইফকে ফিরিয়েছেন তানজিম সাকিব। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েন হেলস ও সাইফ। এই জুটি ভাঙার পরের ওভারেই সেঞ্চুরির দেখা পেয়েছেন হেলস। বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেতে হেলসের লেগেছে ৫৪ বল। তিন অঙ্ক ছোঁয়ার পর হেলস টানা দুই ছক্কা মেরে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৯তম ওভারে সব মিলিয়ে ৩ ছক্কা হজম করেছেন আল আমিন।

১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হেলস। বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটার ৫৬ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন। ২ উইকেট নেওয়া তানজিম সাকিব কৃপণ বোলিং করেছেন। ৪ ওভারে দিয়েছেন ২৩ রান।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। রংপুরের মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। একটি করে উইকেট পেয়েছেন শেখ মেহেদী হাসান ও আকিফ জাভেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category